একজোড়া ছাগলের জন্য খোয়াড়ের
i. দৈর্ঘ্য হবে ৪০০ সেমি
ii. প্রস্থ হবে ১৫০ সেমি
iii. উচ্চতা হবে ১৮০ সেমি
নিচের কোনটি সঠিক?
ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খাদ্যে –
i. আমিষের পরিমাণ বেশি থাকে
ii. আঁশজাতীয় উপাদান বেশি থাকে
iii. পরিপাক ভালো হয়
খাসিকে ইউরিয়া চিটাগুড় মিশ্রিত খড় খাওয়ালে -
i. দিনে ৬০ গ্রাম ওজন বাড়ে
ii. বছরে ১৮-২২ কেজি ওজন হয়
iii. পেট ফোলা রোগে আক্রান্ত হতে পারে
ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে হয়-
i. বর্ষার আগে
ii. বর্ষার পরে
iii. ৫ মাস একবার
গোট পক্স হলে ছাগলকে
i. হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ধুতে হবে
ii. সবুজ ঘাস প্রদান করতে হবে
iii. মারা গেলে চুন মাখিয়ে পুঁততে হবে
ছাগল পেট ফোলা রোগে আক্রান্ত হলে -
i. তিসির তেল খাওয়াতে হবে
iii. পেটে সুই ফুটাতে হবে
iii. ব্লোটোসিল ২০ মিলি খাওয়াতে হবে
ল্যাকটোমিটারের মাধমে বের করা হয় দুধেরー
i. ফ্যাট এর পরিমাণ
ii. পানির পরিমাণ
iii. আপেক্ষিক গুরুত্ব
রিফ্রিজারেটর পদ্ধতিতে দুধ সংরক্ষণে -
i. ৪° সে. তাপমাত্রায় রাখা হয়
ii. রাসায়নিক বন্ধন উন্নত হয়
iii. গুণগত মান হ্রাস পায়
উচ্চ তাপমাত্রা এবং কম সময়ে দুধ পাস্তুরিকরণ পদ্ধতিতে। -
i. ১৬১° সে. তাপমাত্রা দিতে হয়
ii. ২ সেকেন্ড তাপ দিতে হয়
iii. ৫-৬ মাস দুধ সংরক্ষণ করা যায়
গাভিকে বাছুরের শরীর চাটতে দিলে -
i. রোগ তৈরি হতে পারে না
ii. শরীর শুকিয়ে যাবে
iii. ঠান্ডা লাগার আশঙ্কা থাকে না
বাছুরকে জন্মের প্রথম ২ ঘণ্টার মধ্যে খাওয়াতে হবে -
i. কলোস্ট্রাম
ii. পানি
iii. কাচলা দুধ
গাভির কাচলা দুধে বেশি পরিমাণে রয়েছে-
i. শর্করা
ii. আমিষ
iii. ভিটামিন 'এ'