আকবরের ধর্মনীতির কারণ ছিল-
i. আধ্যাত্মিক অনুসন্ধিৎসা
ii. পরধর্মসহিষ্ণুতা
iii গৃহশিক্ষক আবদুল লতিফের প্রভাব
নিচের কোনটি সঠিক?
মনসবদারি পদবি সীমাবদ্ধ ছিল-
1. সৈন্যবাহিনীর মধ্যে
ii. রাজপরিবারের মধ্যে
iii. অভিজাত সম্প্রদায়ের মধ্যে
iv. শাহজাদাদের মধ্যে
সম্রাট আকবর রাজপুতদের সহযোগিতা লাভের উদ্দেশ্যে যে নীতি গ্রহণ করেন-
i. বৈবাহিক মিত্রতা স্থাপন
ii. রাজপুতদের উচ্চপদে নিয়োগ
iii. আনুগত্যের বিনিময়ে স্বায়ত্তশাসন প্রদান
সম্রাট আকবরের ধর্মীয় নীতি প্রবর্তনের পিছনে যে প্রভাব ছিল-
i. পারিবারিক প্রভাব
ii. সুফিবাদের প্রভাব
iii. অন্তঃপুরের প্রভাব
মহামতি আকবরের পৃষ্ঠপোষকতায় আবুল ফজল লিপিবদ্ধ করেন-
i. আইন-ই-আকবরী
ii. আকবরনামা
iii. তুযুক-ই-জাহাঙ্গীর নামা
সম্রাট আকবর রাজপুত রমণীদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন কেন?
i. তাদের রূপে গুণে মুগ্ধ হয়ে
ii. রাজপুত্রদের মেধা ও শক্তি কাজে লাগানোর জন্য
iii. রাজপুত্রদের সহযোগিতায় শক্তিশালী ভারত প্রতিষ্ঠার জন্য
সম্রাট আকবর জন্মগ্রহণ করেন-
i. ২৩ নভেম্বর
ii. ১৫৪২ খ্রিস্টাব্দে
iii. বৃহস্পতিবার
ভারতবর্ষের সম্রাট হিসেবে আকবরের অভিষেক হয়-
i. ১৫৫৬ খ্রিস্টাব্দে
ii. গুরুদাসপুর জেলার কালানৌর নামক উদ্যানে
iii. ১৩ বছর ৪ মাস বয়সে
আকবরের শাসনামলে বিভিন্ন প্রদেশে দুর্ভিক্ষের কারণে বহুলোকের অকাল প্রাণহানি ঘটে-
i. দিল্লি
ii. আগ্রা
iii. উত্তর ভারত
সম্রাটের সন্তুষ্টির ওপর নির্ভর করত কর্মকর্তাদের-
i. নিয়োগ
ii. পদোন্নতি
iii. পদচ্যুতি
সম্রাট আকবর ছিলেন একাধারে-
i. শাসক
ii. সমরনায়ক
iii. মুজতাহিদ
খান-ই-সামান রাজপরিবারের জন্য ব্যবহার করতেন-
i. বাসস্থানের
ii. ভ্রমণের
iii. শিকারের
সম্রাট আকবরের আমলে ভূমি বিভক্ত ছিল-
i. খানসা
ii. জায়গির
iii. সুযুরগাল
মনসবদারি প্রথায় প্রশাসনে দেখা দেয়-
i. বিশৃঙ্খলা
ii. স্থবিরতা
iii. অসততা
একজন বিজেতা হিসেবে আকবর বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন-
i. হিমালয় হতে কৃষ্ণা নদ
ii. বিজয়নগর হতে বাহমনী রাজ্য
iii. হিন্দুকুশ হতে ব্রহ্মপুত্র
সম্রাট আকবর সাম্রাজ্যের সকল সম্প্রদায়ের লোককে আকৃষ্ট করেছিল-
i. প্রশাসনিক দক্ষতা
ii. তার উদারতা
iii. সহিষ্ণুতা এবং ধর্মনিরপেক্ষতা
ইসলাম খান পরাজিত করেন-
1. ঈসা খাঁকে
ii. ওসমান খাঁকে
iii. প্রতাপাদিত্যকে
নূরজাহানের যা মুঘল দরবারকে মহিমামন্ডিত করেছিল-
i. অসাধারণ প্রতিভা
ii. কূটনৈতিক জ্ঞান
iii. সৌন্দর্যপ্রীতি
সম্রাট জাহাঙ্গীরের ভূয়সী প্রশংসা করেছেন-
i. ঈশ্বরী প্রসাদ
ii. বেনী প্রসাদ
iii. ফ্রান্সিস গ্লাডউইন
নূরজাহান আপনজনদের উচ্চপদে নিয়োগ করায় যারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন-
i. যুবরাজ পারভেজ
ii. শাহজাদা খুররম
iii. সেনাপতি মহব্বত খান
সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারের সাথে নূরজাহানের কন্যা লাডলী বেগমের বিবাহ শাহজাহানকে বিশেষভাবে করে তোলে-
i. আস্থাভাজন
ii. সন্দিহান
iii. বিদ্রোহী
সম্রাট জাহাঙ্গীর ছিলেন একাধারে-
i. স্নেহপ্রবণ
ii. দয়ালু
iii. সুবুদ্ধিসম্পন্ন শাসক
প্রজাদের প্রতি সম্রাট জাহাঙ্গীর ছিলেন-
i. অতিশয় দয়ালু
ii. সুবিবেচক এবং মহানুভব
iii. অতি কঠোর
সম্রাট জাহাঙ্গীর সমাদর করতেন-
i. ফকির
ii. দরবেশ
iii. সন্ন্যাসী এবং জ্ঞানীগুণীদের