১৯৭০ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনের গুরুত্ব কী?
i. বাঙালি জাতীয়তাবাদের বিজয়
ii. ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি
iii পাকস্তিানের ভাঙনের সূচনা
নিচের কোনটি সঠিক?
১৯৭০-এর নির্বাচনের ফলে-
i. পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়
ii. পূর্ব পাকিস্তান একটি স্বতন্ত্র অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়
iii. আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে-
i. নিজস্ব ছয় দফার ভিত্তিতে
ii. ছাত্র সংগ্রামের ১১ দফার ভিত্তিতে
iii. ২১ দফার ভিত্তিতে
১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে মহাপ্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাসের কারণে নির্বাচন স্থগিত হয়-
i. জাতীয় পরিষদের ৯টি আসন
ii. প্রাদেশিক পরিষদের ১৭টি আসন
iii. আঞ্চলিক পরিষদের ১৯টি আসন
পশ্চিম পাকিস্তানে এক ইউনিট ভেঙে দিয়ে গঠন করা হয়-
i. সিন্ধু প্রদেশ
ii. পাঞ্জাব প্রদেশ
iii. উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ
১৯৭০ সালের নির্বাচনি প্রচারে মূলত এগিয়েছিল-
i. মুসলিম লীগ
ii. আওয়ামী লীগ
iii. পিপল্স পার্টি
জেড.এ ভুট্টো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব দাবি করে-
i. উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের
ii. সিন্ধু প্রদেশের
iii. পাঞ্জাব প্রদেশের
১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ-
i. সুসংহত হয়
ii. সুদৃঢ় হয়
iii. লৌহ কঠিন হয়
পশ্চিম পাকিস্তানিরা তাদের স্বার্থরক্ষার জন্য বলত-
i. অখন্ড পাকিস্তান
ii. শক্তিশালী কেন্দ্রীয় সরকার
iii. ইসলাম বিপন্ন
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা
ইয়াহিয়া খানের জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় বিক্ষোভে ফেটে পড়ে
i. ছাত্রসমাজ
ii. বুদ্ধিজীবী
iii. রাজনৈতিক নেতৃবৃন্দ
বঙ্গবন্ধু জাতির সামনে হাজির হর্ন-
i. ৭ মার্চ
ii. ১৯৭১ সাল
iii. রবিবার
বাঙালি লক্ষ লক্ষ জনতার মধ্যে দেখা দেয়-
i. আনন্দ উল্লাস
ii. আতঙ্ক
iii. উৎকণ্ঠা
শেখ মুজিবুর রহমান তার বক্তৃতায় তুলে ধরেন-
i. ১৯৬৬ সালের নির্বাচনের কথা
ii. ১৯৬৯ সালের নির্বাচনের কথা
iii. ভাষা আন্দোলনের কথা
বঙ্গবন্ধু তার ভাষণে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য শর্ত আরোপ করেন-
i. অবিলম্বে চলমান শর্ত আরোপ করেন
ii. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া
iii. গণহত্যা সম্পর্কে তদন্ত করা
৭ মার্চের ভাষণ ছিল-
i. কালোত্তীর্ন
ii. যুগোত্তীর্ন
iii. সময়োপযোগী
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বিষয়ের সাথে মিল রয়েছে-
i. সামরিক আইন প্রত্যাহার
ii. গণহত্যার তদন্ত করা
iii. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া
শেখ মুজিব হয়ে উঠেন-
i. বাঙালির প্রতীক
ii. মুকুটবিহীন রাজা
iii. পাকিস্তানের প্রধানমন্ত্রী
পৃথিবীর ইতিহাসে ভাষণ অমর হয়ে আছে
i. আব্রাহাম লিংকনের গ্যাটিসবার্গ ভাষণ
ii. উইনস্টন চার্চিলের যুদ্ধকালীন বেতার ভাষণ
iii. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ