অধিকাংশ মনীষী ভার্সাই সন্ধির মূল্যায়নে মন্তব্য করেছেন-
i. এটি একটি আরোপিত ও এক তরফা চুক্তি
ii. এ চুক্তি পরবর্তী যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে
iii. এ চুক্তি উগ্র জাতীয়তাবাদ উদ্ভবে ভূমিকা রেখেছে
নিচের কোনটি সঠিক?
ভার্সাই সন্ধির ফলে-
i. প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে
ii. জার্মানের উপর ক্ষতিপূরণ চাপিয়ে দেয়া হয়
iii. জার্মানকে হেয় করা হয়
লীগ অব নেশনস প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
ⅰ. বৈশ্বিক সংকট দূর করা
ii. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা
iii. আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করা
লীগ অব নেশনস এর বিলুপ্তির কারণ-
i. জাপান, ইতালি ও জার্মানির আক্রমণাত্মক কার্যকলাপ
ii. বিশ্ব নেতৃবৃন্দের কাছে লীগ অব নেশনসের প্রয়োজনীয়তা নেই
iii. যৌথ নিরাপত্তার দায়বদ্ধতা পালনে ব্রিটেন ও ফ্রান্সের ব্যর্থতা
উক্ত সংগঠনের গুরুত্বের বিষয় হলো-
i. আন্তর্জাতিক সম্পর্ক তৈরি
ii. দুঃখ-দুর্দশা মোচন
iii. যুদ্ধের প্রস্তুতি গ্রহণ
উক্ত হত্যাকাণ্ডই ইউরোপে ভয়াবহ যুদ্ধের দামামা বাজিয়ে দেয়। এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বিষয়গুলো-
i. যুবরাজ ছিলেন আর্কডিউক ফ্যান্সিস
ii. হত্যাকাণ্ডের স্থান ছিল বসনিয়ার রাজধানী
iii. হত্যাকারী ছিল আততায়ী
উদ্দীপকে উল্লেখিত যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
i. বিশ্ব বিবেক জাগ্রত হয়
ii. সংবাদপত্র শিল্প বিকাশ লাভ করে
iii. পরাশক্তি হিসেবে রুশ-মার্কিনের উত্থান হয়
উক্ত জোট গঠনের ফলে-
i. প্রথম বিশ্বযুদ্ধ বিলম্বিত হয়
ii . প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়
iii. পারস্পরিক সামরিক মহড়া শুরু হয়
অনুচ্ছেদে উল্লিখিত 'T' জোটের অন্তর্ভুক্ত ছিল-
i. ইংল্যান্ড
ii. ফ্রান্স
iii. রাশিয়া
অনুচ্ছেদের যুদ্ধটির সাথে কোন প্রদেশ সম্পর্কযুক্ত বলে তুমি মনে কর?
i., আলসাস
ii. স্লেজভিগ
iii. লোরেন
উল্লিখিত নিরপেক্ষ দেশের যুদ্ধে যোগদানের কারণ ছিল-
ⅰ. যুদ্ধসামগ্রী বিক্রি
ii. জার্মান হঠকারিতা
iii. মনরো ডকট্রিন
উক্ত রাষ্ট্রের চুক্তি ভঙ্গের কারণ ছিল—
i. ক্ষতিপূরণ আদায়
ii. সামাজিক অবক্ষয়
iii. সামরিক শক্তি দুর্বলকরণ
উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ফলেই-
i. বিশ্ববিবেক জাগ্রত হয়েছিল
ii. সংবাদপত্র শিল্প বিকাশ লাভ করেছিল
iii. পরাশক্তি হিসেবে রুশ মার্কিনের উত্থান