উক্ত ব্যক্তিত্ব ভারতীয় রাজন্যবর্গ ও প্রজাসাধারণের দুঃখ প্রশমনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন
i. যোগ্যতা ও মেধা অনুযায়ী সরকারি চাকরি প্রদান
ii. সাম্রাজ্যবাদ নীতির প্রবর্তন
iii. সামন্ত প্রভুদের দত্তক গ্রহণের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
উক্ত আইন পাসের ফলে
ⅰ. ভারতীয় বিচারক ইউরোপীয়দের বিচারের অধিকার পায়
ii. ইউরোপীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়
iii. ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়
কৃষিব্যবস্থার উন্নতির জন্য উক্ত শাসক যে অবদান রাখেন-
i. পাঞ্জাবে ভূমি হস্তান্তর আইন প্রণয়ন করেন
ii. সরকারি কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন
iii. কৃষকদের বিনামূল্যে জমি প্রদান করেন
উপমহাদেশের মুসলমানদের উপায় -
i. মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রচলন।
ii. ইংরেজদের মন থেকে মুসলিম বিদ্বেষ দূরকরণ
iii. মুসলমানদের অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধকরণ
উক্ত সংগঠনটির কার্যকলাপ যার ভিত্তিতে পরিচালিত হয়-
i. সরকারের কার্যকলাপ ও নীতির সমালোচনা করে
ii. সংস্কার দাবি উত্থাপন করা
iii. সামরিক ভিত্তি জোরদার করা
ব্রিটিশ ভারতে এই ধরনের সংস্থা প্রতিষ্ঠার কারণ-
i. সরকারের প্রতি মুসলমানদের ভুল ধারণা দূর করা
ii. মুসলিম স্বার্থরক্ষায় প্রয়োজনীয় দাবি পেশ করা
iii. অমুসলিমদের সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা
উক্ত ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন হয় তার ফলে-
i. বৃটিশ বিরোধী আন্দোলন জোরদার হয়
ii. হিন্দু-মুসলিম সম্পর্কের অবনতি হয়
iii. মুসলমানগণ উপকৃত হয়
উক্ত চুক্তির প্রধান বিষয় হলো-
i. কেন্দ্রীয় আইন পরিষদে মুসলমানদের আসনসংখ্যা হবে এক তৃতীয়াংশ
ii. কংগ্রেস হিন্দু ও মুসলমানদের পৃথক নির্বাচন মেনে নিবে
iii. বাংলার মুসলমানদের জন্য আসন হবে শতকরা ০ ভাগ
উক্ত ঘটনা
i. ভারতের জন্য পূর্ণ ডোমিনিয়নের মর্যাদা দাবি করা হয়
ii. সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন আইন সভার দাবি করা হয়
iii. প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকারের দাবি করা হয়
উত্ত প্রস্তাবের ফলে
i. ভারতের শাসনতান্ত্রিক আন্দোলন নতুন ধারায় প্রবাহিত হয়
ii. পাকিস্তান ও ভারত নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়
iii. কংগ্রেসের বিলুপ্তি সাধিত হয়
এই ধরনের একটি ঘোষণায় ভারতীয় উপমহাদেশে-
i. নতুন দুটি রাষ্ট্রের অভ্যুদয় হয়
ii. সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হয়
iii. ব্রিটিশ শাসন জোরালো হয়
উক্ত আন্দোলনে যে তৎপরতা চালানো হয়-
i. পিকেটিং
ii. খাজনা ও চৌকিদারি ট্যাক্স প্রদান বন্ধ করা
iii. ব্রিটিশদের হত্যা করা
১৯৫২ সালের ভাষা আন্দোলনে নারীরা সাহায্য করেছেন-
i.' খাদ্য সরবরাহ করে
ii. আহতদের চিকিৎসা সেবা দিয়ে
iii. বাড়ি বাড়ি চাঁদা তুলে