সোহেলের কাপড় বিক্রয়ের আচরণটি প্রকাশ করা যায়-
i. বীজগণিতের মাধ্যমে
ii. স্বাধীন ও নির্ভরশীল চলকের গাণিতিক সম্পর্কের মাধ্যমে
iii. চাহিদা ও যোগানের পরস্পর সম্পর্কের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
চাহিদা সমীকরণটির '10' হলো-
i. চলক
ii. ধ্রুবক
iii. ছেদক
চিত্রে দেখা যায় QQ > PP₁। এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে?
ইলিশ মাছের দাম কম হলে যদি জনাব সাইফুল সাহেব ইলিশ বেশি ক্রয় করতেন। তাহলে তা হতো-
i. দাম স্থিতিস্থাপকতা
ii. এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা
iii. এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা
দাম ও যোগানের সমমুখী সম্পর্ক যোগান রেখার কী অবস্থা নির্দেশ করে?
i. যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বমুখী
ii. যোগান রেখা OX অক্ষ বরাবর নিম্নমুখী
iii. যোগান রেখা OY অক্ষের সমান্তরাল
বাজার দাম ও টাকা ধার্য করা হলে-
i. যোগান বেশি চাহিদা কম
ii. চাহিদার পরিমাণ শূন্য
iii. যোগান = ১৫
উপযোগের পরিমাপ হলো-
i. পর্যায়বাচক
ii. সংখ্যাবাচক
iii. স্কেলভিত্তিক ও বাইনারি
উপযোগ হলো-
i. একটি মানসিক ধারণা
ii. অভাব পূরণের ক্ষমতা
iii. দ্রব্যের উপকারিতা
উপযোগ ধারণাটির সাথে সংশ্লিষ্ট বিষয়-
i. কোনো দ্রব্য দ্বারা অভাব মোচনের ক্ষমতা
ii. কোনো দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা
iii. কোনো দ্রব্যের উপযোগ ধ্বংস.
মোট উপযোগ হলো কোনো দ্রব্যের-
i. সকল একক হতে প্রাপ্ত উপযোগের সমস্টি
ii. প্রতি একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি
iii. অতিরিক্ত একক হতে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য হলো-
i. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোেগ বাড়ে
ii. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে
iii. প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়
প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ-
i. কমতে থাকে
ii. ঋণাত্মক হতে পারে না
iii. বৃদ্ধি পায়