কাম্য জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যার-
i. সংখ্যাগত দিক বিবেচনা করা হয়েছে
ii. গুণগত দিক বিবেচনা করা হয়েছে
iii. পরিমাণগত দিক বিবেচনা করা হয়েছে।
নিচের কোনটি সঠিক?
ম্যালথাসের মতে, প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে- '
i. কৃত্রিম উপায়ে জনসংখ্যা রোধ করা
ii. প্রাকৃতিক দুর্যোগে জনসংখ্যা রোধ করা
iii. স্বেচ্ছাকৃতভাবে জনসংখ্যা রোধ করা
প্রতিরোধমূলক ব্যবস্থার উল্লেখযোগ্য পদ্ধতি হলো-
i. যুদ্ধ
ii. আত্মসংযম
iii. জন্মনিয়ন্ত্রণ
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে উপেক্ষিত হয়েছে-
i. জনসংখ্যার ঘনত্ব
ii. জনসংখ্যার বৃদ্ধির হার
iii. প্রবৃদ্ধির হার
বাংলাদেশের জনসংখ্যা কাঠামোকে ভাগ করা যায়-
i. ভৌগোলিক দিক থেকে
ii. বয়ঃলিঙ্গের দিক থেকে
iii. ধর্মের দিক থেকে
জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হলো-
i. পরিকল্পিত পরিবার গঠন
ii. শিক্ষার প্রসার
iii. অধিক সন্তান জন্মে উৎসাহ প্রদান
দরিদ্র ও হতদরিদ্রদের জন্য বাস্তবায়নাধীন কর্মসূচি হলো-
i. ঘরে ফেরা
ii. আশ্রয়ণ
iii. গৃহায়ন
মংলা ও মৌসুমি দারিয়া নিরসনে বাংলাদেশ সরকারের পৃষ্ঠীত পদক্ষেপ হলো-
i. ৮০ দিনের কর্মসংস্থান প্রকল্প
ii. ১০০ দিনের কমসংস্থান কর্মসূচি
iii. ২০০ দিনের কর্মসংস্থান কমলুচি