পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে —
i. P = MR
ii. AR = MR
iii. P> MC
নিচের কোনটি সঠিক?
ফার্মটি কোন অবস্থায় উৎপাদন করছে?
i. সর্বনিম্ন গড় ব্যয় অবস্থায়
ii. স্বল্পকালে
iii. লোকসান অবস্থায়
২৫০
৫০০
৭৫০
1000
মোট জাতীয় আয় গণনার ক্ষেত্রে-
i. হস্তান্তর পাওনা বাদ দিতে হয়
ii. চূড়ান্ত দ্রব্যের মূল্য যোগ করতে হয়
iii. মূলধনের অবচয় বিয়োগ করতে হয়
ধনতান্ত্রিক অর্থনীতিতে অদৃশ্য শক্তি হলো—
i. শ্রমিক শ্রেণি
ii. ক্রেতা ও বিক্রেতা
iii. চাহিদা ও যোগান
নিচের কোনটি সঠিক ?
চলক হলো-
i. গতিশীল রাশি
ii. স্থিতিশীল রাশি
iii. X, Y, Z ইংরেজি বর্ণমালা
চাহিদারেখা ডানে এবং উপরে স্থানান্তর হতে পারে—
i. ভোক্তার রুচি ও অভ্যাস পরিবর্তনের ফলে
ii. ভোক্তার আয় বৃদ্ধির ফলে
iii. বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধির ফলে
মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে—
i. দুষ্প্রাপ্যতা
ii. সম্পদের বিকল্প ব্যবহার
iii. নির্বাচন
সামগ্রিক আয়ের উৎস হলো -
i. শ্রমিকের জন্য স্বাস্থ্য ও কল্যাণ তহবিল
ii. সামাজিক বিমা অবদান
iii. পেনশন তহবিল নিয়ে
Qd=30-3P
(যেখানে Qd = চাহিদার পরিমাণ, P = দ্রব্যের দাম।)
সমীকরণে P এর মান 3 হলে Qd = কত?
উদ্দীপকের তথ্য প্রকাশ করে -
i. সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি
ii. পরিবর্তনীয় উৎপাদন সমজাতীয়
iii. উৎপাদন কৌশল স্থির
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের শর্ত হলো-
i. MC = MR
ii. MC রেখার ঢাল > MR রেখার ঢাল
iii. MR রেখার ঢাল > MC রেখার ঢাল
অর্থনীতিতে বাজারের শ্রেণিবিভাগ করা যায়—
i. আয়তনের ভিত্তিতে
ii. উৎপাদনের ভিত্তিতে
iii. প্রতিযোগিতার ভিত্তিতে
ফার্মের পরিধি শিল্পের তুলনায় —
i. সীমিত
ii. ক্ষুদ্র
iii. বিস্তৃত