আবেগের মৌখিক অভিব্যক্তি-
i. রাগ
ii. ভয়
iii. বিস্ময়
নিচের কোনটি সঠিক?
আবেগের প্রকাশ হলো-
i. কৌতূহল
ii. ব্যর্থতা
iii. ক্রোধ
আবেগের পরিমাণ বেশি হলে কণ্ঠস্বর-
i. জোরালো হয়
ii. উচ্চস্বর হয়
iii. কণ্ঠ বন্ধ হয়ে যায়
আবেগ আবির্ভূত হলে-
i. প্রথমে দৈহিক পরিবর্তন ঘটে
ii. প্রথমে দেহের অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে
iii. অভ্যন্তরীণ পরিবর্তন আচরণে অস্থিরতা সৃষ্টি করে
আবেগের ফলে পরিলক্ষিত হয়-
i. হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়
ii. শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়
iii. রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়
প্রচণ্ড ক্রোধে যা হয়-
i. মানুষের বুদ্ধি লোপ পায়
ii. মানুষ অসংলগ্ন কথা বলে
iii. মানুষ অস্বাভাবিক ঘটনা ঘটায়
রক্তচাপের কারণে-
i. রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়
ii. রক্ত ত্বক থেকে নিম্নমুখী হয়
iii. রক্তের আয়তন বৃদ্ধি পায়
ইতিবাচক আবেগে লক্ষণীয়-
i. হাত পা ছুড়ে ব্যক্তি আনন্দ প্রকাশ করে
ii. কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সাথে সুখ-দুঃখ ভাগ করে
iii. ব্যক্তি কোন বিষয়ে খুব কৌতুহলি হয়
আবেগের দিক রয়েছে-
i. গঠনমূলক
ii. ধ্বংসাত্মক
iii. অনুভূতিমূলক
প্রাণী ও মানুষের মধ্যে মিল আছে-
i. ভয় প্রকাশে
ii. ক্রোধ প্রকাশে
iii. আনন্দ প্রকাশে
তীব্র আবেগের সময় আমাদের-
1. লালাক্ষরণ বন্ধ হয়ে যায়
ii. গলা শুকিয়ে যায়
iii. অতিরিক্ত লালা ঝরে
মৌলিক অনুভূতি হলো-
i. সুখ
ii. দুঃখ
iii. উত্তেজনা
বিবর্তনের ধারায় মানুষের আবেগকে পরিশীলিত করেছে-
i. সামাজিকতা
ii. ইতিহাস
iii. সংস্কৃতি
ত্বকের ভিতরের তড়িৎ প্রবাহের পরিমাপ করা যায়-
ⅰ. হাতের তালুতে তড়িৎ সঞ্চালক লাগিয়ে
ii. বুকে তড়িৎ সঞ্চালক লাগিয়ে।
iii. হাতের আঙ্গুলের অগ্রভাগে তড়িৎ সঞ্চালক লাগিয়ে
অম্লশূল রোগে আক্রান্ত হলে-
i. পেটের পীড়া হয়
ii. ক্ষুধা বৃদ্ধি পায়
iii. পাকস্থলীতে ক্ষত দেখা দেয়