পরিবারেরর সদস্যদের দ্বারা অর্জিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মগুলো হলো
i. ছেলেমেয়েদের পড়ানো
ii. গৃহের কাজকর্ম
iii. ঘরবাড়ি নির্মাণ
নিচের কোনটি সঠিক?
পরিবারের আয়ের প্রকারভেদ হলো-
i. আর্থিক আয়
ii. প্রকৃত আয়
iii. মানসিক আয়
আর্থিক আয় অর্জিত হয়-
i. সাপ্তাহিক মজুরি দ্বারা
ii. মাসিক বেতন দ্বারা
iii. বাড়িতে সেলাই করে
অর্থের কাজ হলো-
i. বিনিময়ের মাধ্যম হিসেবে
ii. মূল্যের পরিমাপক হিসেবে
iii. সঞ্চয়ের ভান্ডার হিসেবে
প্রকৃত আয়ের অন্তর্ভুক্ত উৎপাদকের দ্রব্য হলো-
i. বিভিন্ন কাঁচামাল
ii. যন্ত্র, মেশিন
iii. সেবা
পরোক্ষ প্রকৃত আয়ের উদাহরণ-
i. পণ্য সামগ্রী
ii. সেবাকর্ম
iii. বাগানের ফল
প্রত্যক্ষ প্রকৃত আয় হলো-
i. বাগানের সবজি
ii. বাড়িতে সেলাই
iii. গৃহস্থালি কাজকর্ম
অপ্রত্যক্ষ প্রকৃত আয় বাড়ানো যায়-
i. সরকারি সেবা গ্রহণ করে
ii. হ্রাসকৃত মূল্যে দ্রব্যসামগ্রী ক্রয় করে
iii. পরিচিত ব্যক্তির কাছ থেকে স্বল্পমূল্যে সেবা নিয়ে
সরকারি যেসব প্রতিষ্ঠান অল্প মূল্যে সেবা দিয়ে থাকে
i. হাসপাতাল
ii. শিক্ষা প্রতিষ্ঠান
iii. ব্যাংক
ব্যক্তিগত অভ্যাসের ফলে সৃষ্ট ব্যয়ের অন্তর্ভূক্ত
i. দেশে-বিদেশে ঘুরে বেড়ানো
ii. নতুন বই ক্রয়
iii. শৌখিন দ্রব্যাদি ক্রয়
মোট আয়ের অন্তর্ভুক্ত
i. জমির ট্যাক্স পরিশোধ
ii. ভবিষ্যতের জন্য সঞ্চয়
iii. ব্যবসায়ের মুনাফা
পরিবারের ব্যয় নির্ভর করে-
i. পরিবারের সদস্য সংখ্যার ওপর
ii. জীবনযাত্রার মানের ওপর
iii. পরিবারের আয়ের ওপর
পরিবারের ব্যয় বৃদ্ধি পায়
i. অতিথির সমাগম বেশি হলে
ii. আকস্মিক দুর্ঘটনা ঘটলে
iii. উন্নত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হলে
. পরিবারের সদস্যদের যে বিষয়ে রুচির ভিন্নতা দেখা দেয় তা হলো-
i. খাদ্য
ii. বস্তু
iii. বাসস্থান
বাজেটের বাসস্থান খাতের ব্যয় হলো-
i. টেলিফোন বিল
ii. বাড়িভাড়া
iii. ট্যাক্স
বাজেটের অন্যান্য খাতের ব্যয় হলো-
i. ট্যাক্স
ii. আপ্যায়ন
iii. সামাজিকতা রক্ষা
সময়ের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বাজেটের প্রকারভেদ হলো-
i. দৈনিক বাজেট
ii. সাপ্তাহিক বাজেট
iii. মাসিক বাজেট
বাজেট করার সুবিধা হলো-
i. দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা যায়
ii. সঞ্চয়ের অভ্যাস হয়
iii. ব্যক্তির পছন্দ সীমাবদ্ধ হয়ে যায়
বাজেটের সীমাবদ্ধতা হলো-
i. পছন্দকে সীমাবদ্ধ করে
ii. অপর্যাপ্ত আয়কে পর্যাপ্ত করে না
iii. বিভিন্ন দোকানে পণ্যের দাম যাচাই করতে হয়
বাজেট করার সময় বিবেচনা করতে হবে যেসব বিষয়
i. সঞ্চয়ের ব্যবস্থা থাকতে হবে
ii. বাস্তবমুখী হতে হবে
iii. জরুরি অবস্থা মোকাবেলা করা