স্থির চাপে ও 27°C তাপমাত্রায় 1500 ml চেতনানাশক গ্যাস কোনো রোগীর শরীরে প্রবিষ্ট করা হল । রোগীর দেহের তাপমাত্রা 37°C হলে প্রবিষ্ট গ্যাসের আয়তন হবে-
তাপ উৎপাদী বিক্রিয়ায় Hp-Hr এর মান
60 ml 0.5M HCl ও 40 ml 0.25 M HCl একত্রে মিশিয়ে 2 M NaOH দ্বারা প্রশমিত করতে NaOH কি পরিমাণ প্রয়োজন হবে ?
দুধ হচ্ছে
নিচের কোন যৌগটি হিমায়ক যন্ত্রে ব্যবহৃত হয় ?
Na2S2O3+I2→Na2S4O6+NaI বিক্রিয়ায় (i) দ্রাবক (ii) I2 এর জারণ ঘটেছে (iii) Na2S2O3 জারক কোনটি সঠিক?
K4Fe(CN)6 যৌগে আয়রনের যোজ্যতা হলো-
নীচের কোন যৌগটি অন্য তিনটি হতে পৃথক ?
98% H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব 1.83 হলে এর ঘনমাত্রা নরমালিটিতে কত ?
Zn+Zn2+(E°=+0.28V) এর সাথে নিচের কোনটিকে ক্যাথাডরূপে ব্যবহার করা যাবে?
এমটোন ও অ্যাসিটালডিহাউড পার্থক্য হয় কোন বিক্রিয়া দ্বারা?
0.1 M NaOH এর 500 ml জলীয় দ্রবণ তৈরি করতে কত গ্রাম NaOH প্রয়োজন ?
তিন কার্বন বিশিষ্ট একটি জৈব যৌগ X জারিত হয়ে Y উৎপন্ন করে।Y যৌগটি 2.4 DNP এর সাথে হলুদ অধঃক্ষেপ উৎপন্ন করে। কিন্তু ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। X যৌগটির সংকেত?
একটি যৌগের স্থৃল সংকেত CH2CI এবং আণবিক ওজন 99 হলে এর আণবিক সংকেত কোনটি ?
কোনটি জ্যামিতিক সমাণুতা প্রর্দশন করে?
Na2SO4.10H2O যৌগটিকে বলা হয়-
কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে?
হ্যালোফরম এর সাধারণ সংকেত হল
কার্বানায়নের সঠিক ক্রম কোনটি?
পরমাণুস্থ কোন ইলেক্ট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে (i) পরমাণুর স্থিতি হ্রাস পায় (ii)পরমাণুটি আয়নিত্ব হয় (iii)পরমাণুর গতিশক্তি বৃদ্ধি পায় কোনটি সঠিক?