কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তন কালের মধ্যে সম্পর্ক-
একটি কক্ষের তাপমাত্রা 27°C । ফারেনহাইট স্কেলে এর মান কত ?
একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভাব পার্থক্য 150 V হলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত ?
একটি মোটরগাড়ীর হেড লাইটের ফিলামেন্ট 5A তড়িৎ প্রবাহ বহন করে । প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V হলে ফিলামেন্টের রোধ কত ?
একটি বৈদ্যুতিক হিটার 220 V সরবরাহ লাইন থেকে 2A বিদ্যুৎ গ্রহণ করে । হিটারটি 500hr ব্যবহার করলে কত KW-hr ব্যয় হবে ?
পরবর্তী বল দ্বারা কৃত কাজের সমীকরণ কোনটি?
একটি সুষম তড়িৎক্ষেত্রে 50 cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 V । তড়িৎক্ষেত্রের প্রাবল্য কত V/m?
একটি বালক একটি বল ভূমির সমান্তরালের সাথে 30° কোণে 40 m/s বেগে ছুঁড়ে। বলটি কত m দূরে গিয়ে ভূমিতে পড়বে ?
কোন শ্রেণী কক্ষে শব্দের তীব্রতা 10-6 Wm-2 হলে, শব্দের তীব্রতা ডেসিবলে কত হবে?
একটি ইলেক্ট্রন 640 N/C বিদ্যুৎক্ষেত্র এবং 1.2 T চৌম্বকক্ষেত্রের মধ্যে 4.0×104 m/s বেগে ধাবিত হচ্ছে। Lorenta বলের পরিমাণ কত N?
এনট্রপির পরিবর্তন 'dS' প্রকাশ করা হয় -
একটি ac বর্তনীর প্রবাহমাত্রার শীর্ষমান 20 A এবং কম্পাঙ্ক 50 Hz প্রবাহমাত্রার গড় বর্গের বর্গমূল মান কত অ্যাম্পিয়ার এবং শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগবে ?
একটি সরু প্রিজমের ক্ষেএে বিচ্যুতি কোণ, প্রিজম কোন প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক হল-
একটি লেন্সের ফোকাস দূরত্ব বাতাসে 25 cm এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক 3/2 । একে 4/3 প্রতিসরাঙ্কের পানিতে ডুবালে এর ফোকাস দূরত্ব cm হবে?
ইংয় এর দ্বিচিড় পরীক্ষায় আলোর কম্পাঙ্ক 6×1014Hz । পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.75 । পর্দাটি 1.55 m দূরে থাকলে চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত mm?
40 kg ও 60 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 10 m/s ও 5 m/s বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত m/s বেগে চলবে?
কোনো কোয়াসার থেকে আগত আলোকরশ্মি অনুযায়ী প্রতীয়মান হয় যে পৃথিবী থেকে কোয়াসারটি 2.7 ×108 m/s বেগে সরে যাচ্ছে। পৃথিবী হতে কোয়াসারটির দূরত্ব কত km?
একটি বিকারে 20 mL 0.1 M HCl এর সঙ্গে 50 mL 0.1 M H2SO4 মিশ্রিত করা হ'ল। এই দ্রবণে 60 mL অজ্ঞাত গুণমাত্রার NaOH দ্রবণ মিশ্রিত করলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হয়। NaOH দ্রবণে অজ্ঞাত ঘনমাত্রা কত মোলার ?
একটি প্লাটিনাম তার ঘন HCl এ ভিজিয়ে পরীক্ষণীয় লবণের একটি দানা তাতে লাগিয়ে বুনসেন দীপের জারণ শিখায় ধরলে দীপশিখার বর্ণ খালি চোখে ইটের মত লাল ও ব্লু গ্লাস দিয়ে দেখলে সবুজ বর্ণ দেখা যায়। এই দীপশিখার বর্ণটির কোন মৌলের বৈশিষ্ট্য?
তেল এবং গ্রিজ দিয়ে কোনো কাপড় নোংরা হলে কোন দ্রব্য দিয়ে পরিষ্কার করা যায় না ?