”যে সকল পণ্ড মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান।”

= মাংসভোজী পশু অত্যন্ত বলবান।

আকস্মিক = চিরন্তন।

”ত" বর্গীয় বর্ণের সাথে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না।

যে সকল পুরুষ বাচক শব্দের শেষে "তা রয়েছে; স্ত্রীবাচক বোঝাতে সেগুলোর ক্ষেত্রে ”ত্রী” ব্যবহৃত হয়।

আমি আজ জ্বর জ্বর বোধ করছি- এখানে দ্বিরক্ত শব্দ দ্বারা সামান্য বোঝান হয়েছে।

’খাসখবর’ শব্দটিতে বিশেষ অর্থে ‘খাস’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে।

”আপন ভাল পাগলও বোঝে” এখানে ভালো বিশেষ্য পদ।

”শনশন বায়ু বয়” বাক্যটিতে শনশন শব্দটি অনুকার জাতীয় অব্যয়।

“সাতাশ হতো যদি একশো সাতাশ” এখানে ‘হত’ নিত্যবৃত্ত অতীত কালের ক্রিয়া।

Related Sub Categories