‘‘নদী শাসন’’
নদীকে তার নিজ নিজ গতিতে চলতে না দিয়ে আমাদের সুবিধা মত নদীর গতিকে নিয়ন্ত্রনকে নদী শাসন করেন। জমিতে চাষ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি করা হয়ে থাকে। এর সুফল এবং কুফল দুটি দিকই বিদ্যমান। নদী শাসন ও নগরায়নকে এক সূত্রে বাঁধতে চলেছে সরকার। এ ব্যাপারে একটি মহাপরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি চলছে। মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে বড় বড় নদীর বিস্তীর্ণ চরাঞ্চল ভরাট করে সেখানে নৌবন্দর, নগর, শিল্প ও বাণিজ্য এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বাংলাদেশের বেশ কিছু নদী অস্বাভাবিক রকম প্রশস্ত। সে তুলনায় নদীর গভীরতা কম।। কারনে পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদীতেও নাব্যতা সংকট দেখা দেয়। এসব নদীর কোথাও কোথাও প্রশস্ততা ২০ - ২২ কিলোমিটার হলেও গভীরতা ৮-৯ ফুট। শুষ্ক মৌসুমে নাব্যতা সংকট ভয়াবহ আকার ধারণ করে। নৌপথে পণ্য পরি খরচ কম হওয়া সত্ত্বেও নাব্যতা না থাকায় নৌ পরিবহনের আওতা ক্রমান্বয়ে কমছে। এ সমস্যার সমাধানে বড় নদীগুলোর তীর ভরাট করে নগরায়ন ও শিল্পায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নদীগুলোর গভীরতা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। নাম প্রশস্ততা কমিয়ে নদীর গভীরতা বাড়ালে নাব্যতা ধরে রাখা যেমন সম্ভব হবে তেমন শিল্পায়ন ও নগরায়নের জন্য প্রয়োজন জমি পাওয়াও সহজলভ্য হবে। নদীর পাড় টেকসইভাবে বাঁধানো এবং নদীকে দূষণমুক্ত রাখা সম্ভব হলে এ মহাপরিকল্প দেশের জন্য কল্যাণকর হবে। পরিকল্পনা অনুযায়ী নদী শাসন সম্ভব হলে বন্যা ও নদী ভাঙ্গনের হাত থেকে অনেকাংশে যেন রক্ষা পাওয়া যাবে তেমন নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। নদী শাসনের ফলে নগরায়নের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠবে এবং বিদ্যুৎ উৎপাদিত হলে সকলেরই মঙ্গল সম্ভব।
রাত্রির শেষ ভাগ
= পররাত্র
যা বলা হবে
= বক্তব্য
সাপের খোলস
= নির্মোক
সম্পূর্ণভাবে বিবেচনা করা হয়নি এমন
= অসমীক্ষিত
পরকে প্রতিপালন করে যে
= পরভৃৎ
ঊনপঞ্চাশ বায়ু
ঊনপঞ্চাশ বায়ু (পাগলামী) = রফিক সাহেবকে ঊনপঞ্চাশ বায়ুতে পেয়েছে, সে সব কিছু উল্টোভাবে করছে।
ত্রিশংকু দশা
ত্রিশংকু দশা (অনিশ্চিত অবস্থা) = পড়াশোনা শেষ, চাকুরী না পেয়ে এখন ত্রিশংকু দশায় আছি।
রাজঘোটক
রাজযোটক (চমৎকার মিল) = টুটুল ও জরিনাকে মানিয়েছে ভাল, একেবারে যেন রাজঘোটক।
রাম গরুরের ছানা
রাম গরুরের ছানা (গোমড়ামুখো লোক) = ফেরদৌস সাহেবের যেন সবসময় মনখারাপ দেখে মনে হয় রাম গরুরের ছানা।
মন না মতি
মন না মতি (অস্থির মানব মন) = রাষ্ট্রনায়কদের কাজে মন না মতি হলে চলবেনা।
মৃন্ময়
= মৃৎ + ময়।
তস্বী
তন্বী = তনু + ঈ ।
বৃষ্টি
বৃষ্টি = বৃষ + তি।
নদ্যম্বু
নদ্যম্বু = নদী + অম্বু।
পদ্ধতি
পদ্ধতি = পদ + হতি।