Affidavit এর বাংলা প্রতিশব্দ হলফনামা।
নরক গুলজার বাগধারাটির অর্থ অনেক খারাপ লোকের একত্র সমাবেশে জমাটি আসর।
বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলা হয়। বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি হিসেবে স্বীকৃত। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম দিকে তিনি সফল গীতি কবিতা রচনা করেন। রবীন্দ্রনার ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছেন। তার রচিত কাব্য হলো। সঙ্গীত শতক (১৮৬২), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদামাল (১৮৭৯) প্রভৃতি। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য 'সারদামঙ্গল' পাঁচ সর্গে রচিত।
কথোপকথন = কথা + উপকথন।
নিকৃষ্ট = নিঃ + কৃষ্ট।
সন্ন্যাস = সম্ + ন্যাস।
তেমনি = তেমন + ই।
পারের কড়ি (পরকালের মূলধন) = ইবাদত করাই একমাত্র পারের কড়ি।
হাড় হাভাতে (হতভাগ্য) = হাড় হাভাতে জীবনে কষ্টের শেষ হয় না।