কর কমিশনারের কার্যালয় || কেন্দ্রীয় কর জরীপ অঞ্চল, ঢাকা (উচ্চমান সহকারী) (04-01-2019) || 2019

All

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

গৈরিক

Created: 3 months ago | Updated: 2 days ago

গৈরিক = গিরি + ইক

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

তদ্ধিত

Created: 3 months ago | Updated: 2 days ago

তদ্ধিত = তদ্ + হিত

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

নিগ্রহ

Created: 3 months ago | Updated: 2 days ago

নিগ্রহ = নি + গ্রহ 

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

সদ্যোজাত

Created: 3 months ago | Updated: 2 days ago

সদ্যোজাত = সদ্যঃ + জাত

অর্থসহ বাক্য রচনা করুন
5.

শকুনি মামা

Created: 3 months ago | Updated: 2 days ago

শকুনি মামা (অনিষ্টকর আত্মীয়) = শকুনি মামাদের কাছ থেকে দূরে থাকাই ভাল।

অর্থসহ বাক্য রচনা করুন
6.

শিব রাত্রির সলতে

Created: 3 months ago | Updated: 2 days ago

শিব রাত্রির সলতে (একমাত্র সন্তান) = আমার ওই শিরাজির সলতেকে কি দূরে যেতে দিতে পারি।

অর্থসহ বাক্য রচনা করুন
7.

চোরাবালি

Created: 3 months ago | Updated: 2 days ago

চোরা বালি (প্রচ্ছন্ন বিপদ) = চোরা বালিতে পা দিও না।

অর্থসহ বাক্য রচনা করুন
8.

কেষ্ট-বিষ্টু

Created: 3 months ago | Updated: 6 days ago

কেষ্টবিষ্ট (বিশিষ্ট ব্যক্তি) = বর্তমানে রাজনীতির মাঠে কেছু-কিছু লোকের অভাব নেই।

অর্থসহ বাক্য রচনা করুন
9.

ঘাটের মরা

Created: 3 months ago | Updated: 3 days ago

ঘাটের মরা (অতিবৃদ্ধ) = বড় লোক বলেই ঘাটের মরার সাথে গরীর মেয়েটির বিয়ে দিতে হবে।

এক কথায় প্রকাশ করুন:
10.

আয়ুর পক্ষে হিতকর

Created: 3 months ago | Updated: 6 days ago

আয়ুর পক্ষে হিতকর = আয়ুষ্কর

এক কথায় প্রকাশ করুন:
11.

কর দান যে করে

Created: 3 months ago | Updated: 1 week ago

কর দান যে করে-করদ

এক কথায় প্রকাশ করুন:
12.

চেটে খাওয়া যায় যা

Created: 3 months ago | Updated: 6 days ago

চেটে খাওয়া যায় যা = লেহ্য

এক কথায় প্রকাশ করুন:
13.

সহজে পরিপাক হয় না

Created: 3 months ago | Updated: 6 days ago

যা সহজে পরিপাক হয় না = দুষ্প্ৰাচ্য

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
14.

ধোপায় কাপড় কাচে

Created: 3 months ago | Updated: 5 days ago

ধোপায় কাপড় কাচে = কর্তায় ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
15.

শিশুগণ দেয় মন নিজে নিজ পাঠে

Created: 3 months ago | Updated: 6 days ago

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে = কর্তায় শূন্য।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
16.

নতুন ধান্যে হবে নবান্ন

Created: 3 months ago | Updated: 1 week ago

নতুন ধান্যে হবে নবান্ন = করণে ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
17.

তিলে তৈল হয়

Created: 3 months ago | Updated: 1 week ago

তিলে তৈল হয় - অপাদানে ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
18.

আকাশের ঐ মিটি তারার সনে

Created: 3 months ago | Updated: 5 days ago

আকাশের ঐ মিটি মিটি তারার সনে = অধিকরণের ষষ্ঠী।

                                                                                                                    ”আয়কর মেলা”

বর্তমান সময়ে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস হচ্ছে জনগনের দেয়া কর আয়কর রাজস্ব আহরনের বড় ধরনের ভূমিকা রাখে। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue) প্রতি বছর আয়কর মেলার আয়োজন করে। দেশের মানুষ কর আইনের প্রতি শ্রদ্ধা রেখে করযোগ্য আয়ের উপর বাৎসরিক কর প্রদান করবে এটাই নিয়ম। রাষ্ট্রের উন্নয়ন ও ভালো কাজের উদ্যোগকে সহায়তা করার জন্য দেশের জনগন সরকারকে আয়কর দিয়ে থাকেন। দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, হাসপাতাল ইত্যাদি নির্মাণ ও জনগনের জন্য সেবামূলক কাজে ব্যয় করার উদ্দেশ্যেই এই কর রাজস্ব আয় হিসাবে রাষ্ট্র সংগ্রহ করে। 

বাংলাদেশের আয়কর মেলায় আয়কর দাতারা যে সকল সুবিধা পান তা হলোঃ রিটার্ন জমা, কর প্রদান, ই-টিন নিবন্ধন সহ রাজস্ব সংক্রান্ত বিভিন্ন সেবা। 

আয়কর প্রদানে উপযুক্ত ব্যক্তিঃ 

০১. ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০ টাকার উপরে হলে আয়কর প্রদান করতে হবে। 

০২. মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ বয়সের ব্যক্তি করদাতা আয় ৩০০,০০০ টাকা এর উপরে হলে তাকে আয়কর প্রদান করতে হবে। 

০৩. প্রতিবন্ধি করদাতা ৩৭৫,০০০ টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানে উপযুক্ত হবেন। 

০৪. গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা ৪২৫,০০০ টাকা এর অধিক হলে তিনি আয়কর প্রদানে উপযুক্ত হবে। 

আয়করের জন্য আয়ের খাত সমূহঃ 

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী আয়েরখাত সমূহ নিম্নরূপঃ বেতনাদি, নিরাপত্তা জামানতের উপর সুদ, গৃহ সম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশার আয়, মূলধনী মুন, স্বামী/স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়, অন্যান্য উৎস হতে আয়। প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ড আয়কর মেলার আয়োজন করে থাকে। রাষ্ট্রের জনগন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়কর প্রদান করে থাকেন। আয়কর মেলার মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়। যার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত রাখা সম্ভব। প্রতিটি সচেতন নাগরিকের উচিত সঠিক নিয়মে সঠিক পরিমানে আয়কর প্রদান করে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখা।

Related Sub Categories