তারিখ ২৮.০৬.২০১৯
বরাবর
মহাপরিচালক
খাদ্য অধিদপ্তর
খাদ্য মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১৩০৫
বিষয়ঃ মতিঝিলের রেস্তোরাঁগুলোতে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ হচ্ছেনা, এ বিষয়ে যথাযথ ।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, মতিঝিলের বাণিজ্যিক এথাকা ঢাকা শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ान যেখানে হাজার হাজার চাকুরীজীবী তাদের দুপুরের খাবার বিভিন্ন রেস্তোরাঁগুলোতে খেয়ে থাকেন। কিন্তু মতিঝিলের আশে পাশে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তারা খাবার পরিবেশন করে থাকে। এই খাদ্য খেয়ে মতিঝিলে বিভিন্ন অফিসে চাকুরীরত মানুষগুলো হর-হামেশাই অসুস্থ হয়ে পড়ছে। রেস্তোরাঁর মালিকদেরকে এই সম্পর্কে বারবার বলা হলেও তারা কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করে নি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, এই এলাকাতে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোতে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের ব্যবস্থা ও রেস্তোরাঁগুলোর পরিবেশ উন্নতকরণে মহোদয়ের মর্জি হয়।
বিনীত নিবেদক
মোঃ আব্দুল হালিম
সিনিয়র অফিসার সোনালী ব্যাংক লিমিটেড
মতিঝিল শাখা, ঢাকা।
Because psticise are are toxix. They are also potentially hazardous to human, animal, other organism and the environment. Therefore, people who use pesticides or regularly come in contact with them must understand the relative toxicity, potential health effects, and preventative measures to reduce exposure to the products they use.
= যেহেতু কীটনাশক বিষাক্ত তাই এগুলো মানবদেহ, প্রাণী, অন্যান্য অণুজীবসহ সর্বোপরি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কাজেই যারা এই কীটনাশক ব্যবহার করেন বা নিয়মিত এর সংস্পর্শে থাকেন তাদের আপেক্ষিক বিষাক্ততা ও সম্ভাব্য স্বাস্থ্যহানী সম্পর্কে ধারণা থাকা উচিত এবং তারা যে ধরনের দ্রব্য ব্যবহার করেন তার ক্ষতিকর প্রভাবের প্রতিরোধ সম্পর্কে ধারণা থাকা উচিত ।