ক্ষুৎপিপাসা
ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা।
উদ্ধার
উৎ+হার
শয়ন
শে+অন
সুবন্ত
সুবন্ত = সুপ্ + অন্ত ।
বনৌষধি
বন + ঔষধি
নিলীমা
নিলীমা = নীলিমা
তারুন্ন
তারুন্ন = তারুণ্য
মৃতবংসা
মৃতবংসা = মৃতবৎসা
অনুন্য
অনুন্য = অনন্য
নিরোপায়
নিরোপায় = নিরুপায়
যে সকল অত্যাচারই সয়ে যায়।
যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না।
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা = অজ্ঞাতকুলশীল
যে স্বাভাবিক না ভেবেই কাজ করে।
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী
যা বলা হয় নি
যা বলা হয় নি = অনুক্ত
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে।
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা