সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ) || অফিস সহায়ক (25-10-2019) || 2019

All

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

সংস্কৃতি

Created: 6 months ago | Updated: 1 week ago

সংস্কৃতি = সম্ + কৃত

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

রাজর্ষি

Created: 6 months ago | Updated: 1 week ago

 রাজর্ষি = রাজ + ঋষি

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

কুসুমাস্তীর্ণ 

Created: 6 months ago | Updated: 1 week ago

কুসুমাস্তীর্ণ = কুসুম + আস্তীর্ণ

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

অধীশ্বর

Created: 6 months ago | Updated: 1 week ago

অধীশ্বর = অধি + ঈশ্বর

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

নদ্যুপকণ্ঠ

Created: 6 months ago | Updated: 1 week ago

নদ্যুপকণ্ঠ = নদী + উপকন্ঠ

এক কথায় প্রকাশ করুন:
6.

যা অধ্যয়ন করা হয়েছে।

Created: 6 months ago | Updated: 1 week ago

যা অধ্যয়ন করা হয়েছে = অধীত ।

এক কথায় প্রকাশ করুন:
7.

আগে যা চিন্তা করা হয়নি।

Created: 6 months ago | Updated: 1 week ago

আগে যা চিন্তা করা হয়নি  = অচিন্তিতপুর্ব

এক কথায় প্রকাশ করুন:
8.

যে ভবিষ্যত না ভেবে কাজ করে।

Created: 6 months ago | Updated: 1 week ago

যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে = অবিমৃষ্যকারী ।

নিম্নের প্রশ্নের উত্তর দিন
9.

নদী ও নারী’ বইরি লেখক কে?

Created: 6 months ago | Updated: 1 week ago

‘নদী ও নারী' (উপন্যাস) বইটির লেখক হুমায়ুন কবির।

Created: 6 months ago | Updated: 1 week ago

‘দি লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের লেখক মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং। 

মানুষ চিরদিন সুখের অভিলাষী। সেই সুখ লাভের জন্য তাকে সাধনা করতে হয়, নানা ধরনের কষ্ট স্বীকার করতে হয়। অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে তাকে সুখের স্বর্গ রচনা করতে হয়। দুঃখ ছাড়া সুখ হয় না। এটাই জীবনের বৈশিষ্ট্য । তাই পরিশ্রম বা দুঃখকষ্টের ভয়ে কর্ম থেকে দূরে থাকা অনুচিত।

পৃথিবীতে মানুষের চলার পথ কখনোই কুসুমাস্তীর্ণ নয় বরং কণ্টকাকীর্ণ। জীবনে সুখ-সমৃদ্ধি অর্জনের পূর্বশর্ত হলো-এ কণ্টকাকীর্ণ দুঃখময় পথের সমস্ত প্রতিকূলতাকে হাসিমুখে বরণ করে অগ্রসর হওয়া। দুঃখকে বরণ করতে না শিখলে সুখ অর্জন করা সম্ভব নয়। কাঁটার আঘাতের ভয়ে কেউ পদ্মফুল সংগ্রহ করা থেকে বিরত থাকলে, তার পক্ষে কখনোই পদ্মফুল সংগ্রহ করা সম্ভব হয় না। ক্লান্তির ভয়ে পথিক ভীত হয়ে পড়লে তার পক্ষে কখনো গন্তব্যস্থলে পৌছানো সম্ভব হবে না। তেমনি মানবজীবনের কোনো মহৎ কর্মই ত্যাগ-তিতিক্ষা ও দুঃখ-কষ্ট ছাড়া সফল হয় না। জীবনে চলার পথের সকল প্রতিকূলতাকে তুচ্ছ জ্ঞান করে দৃপ্ত সংকল্পে মানুষকে অগ্রসর হতে হয় ঈপ্সিত লক্ষ্য অর্জনের জন্যে। পৃথিবীতে যারা আজ স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব, তাদের প্রত্যেককেই অবিরাম দুঃখকষ্টের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। তাদের অতিক্রম করতে হয়েছে নানা বাধাবিপত্তি । সুখ আর দুঃখ যেন গাড়ির চাকার মতো ঘোরে । সুখকে লাভ করতে হয় দুঃখের মধ্য দিয়ে।

মন্তব্যঃ জীবনে সুখ পেতে হলে দুঃখকে বরণ করতে হয়। জীবনে সফলতা লাভ করতে হলে আমাদের জীবনপথের সকল বাধা-বিপত্তি ও দুঃখ-দুর্দশা বরণ করেই অগ্রসর হতে হবে। মনে রাখতে হবে দুঃখের সাধনাই সিদ্ধির সাধনা।

Related Sub Categories