ফরমালিন (HCHO-এর 40% জলীয় দ্রবণ) সনাক্ত করতে নিচের কোন বিকারটি প্রয়োজন হবে?
শিল্প কারখানায় ইউরিয়া উৎপাদনের জন্য কী কাঁচামাল ব্যবহার করা হয়?
পানির আয়নিক গুণফল ধ্রুবক নিচের কোনটি?
ইস্পাতে প্রধানত কী কী উপাদান রয়েছে?
নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?
নিচের কোনটি অ্যাভোগাড্রোর সূত্র?
CH3CH2OH এর সমাণু কোনটি?
নিচের কোনটি পলিমার নয়?
NH3 অণুর নাইট্রোজেন মৌলে কয়টি নিঃসঙ্গ ইলেক্ট্রন-যুগল রয়েছে?
ফসফরাস পেন্টাক্লোরাইড -এর জ্যামিতিক গঠন-
নিষ্ক্রিয় গ্যাসসমূহের সর্ববহিঃস্থ স্তরের ইলেক্ট্রন বিন্যাস -
নিচের কোনটি অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ নয়?
অলিয়াম -এর সংকেত কোনটি?
নিচের কোনটি উভয়ধর্মী ক্ষারক?
পিভিসি পানির পাইপ কোন যৌগ দ্বারা গঠিত?
1.0 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত ক 500.0 মিলি লিটার দ্রবণ তৈরি করা হলো। দ্রবণটির ঘনমাত্রা (মোলারিটিতে) কত হবে?
NaCl - এর সাথে পানি H2O যুক্ত করলে কোনটি ঘটে?
গ্রিনহাউস প্রভাবের জন্য নিচের কোন গ্যাসটি বেশি দায়ী?
শিখা পরীক্ষায় হলদেটে -সবুজ রং দিলে লবণটিতে উপস্থিত-
ইথাইনে বন্ধন আছে-
চারটি σ ও একটি π
পাঁচটি σ ও একটি π π
তিনটি σ ও দুটি π
ছয়টি σ ও একটি π
কোন যৌগটির cis ও trans আইসোমার আছে?
কোনটি পলিমার নয়?
কোন বিক্রিয়ার আণবিকত্ব হল -
কোনটির সর্ব বহিঃস্থ স্তর অপূর্ণ?
জিংক সালফেটের দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইডের দ্রবণ যোগ করলে শেষ উৎপাদক হিসাবে কোনটি উৎপন্ন হয়?
Mn2+ আয়ন তৈরি হয়-
H2O যৌগে অক্সিজেন মৌলের সংকরায়ন হ'ল-
25.0 মিলিলিটার সালফিউরিক এসিড দ্রবণকে প্রশমিত করতে 0.25 মোলার ঘনমাত্রার 28.0 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলে, সালফিউরিক এসিড দ্রবণের ঘনমাত্রা কত হবে?
ইস্পাত কি?
7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল Cl2 রয়েছে?
নিম্নের কোন যুগল বাফার দ্রবণ তৈরি করে?
2.5% জলীয় NaOH দ্রবণের pH কত?
C2O গ্যাসের সংকট তাপমাত্রা কোনটি?
টলেন বিকারক দ্বারা পার্থক্য নিরুপন করা হয়-
নিম্নে উল্লেখিত অ্যালকাইল ফ্রি-রেডিক্যালসমূহের মধ্যে কোনটি বেশী স্থিতিশীল -
C6H14 যৌগটির সম্ভব্য সমাণুর সংখ্যা কত?
200 mL 0.075 M দ্রবণ তৈরিতে কি পরিমান Na2CO3 প্রয়োজন?
তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কীভাবে প্রভাবিত হয়? N2(g) +3H2(g)⇔ 2NH3(g); ∆H =-92 kJmol-1
নিচের কোন আয়নটির সিক্ত পরীক্ষায় FeSO4.NO যৌগটি তৈরি হয়?
নিচের কোনটি ঋণাত্মক অনুঘটক?
নিচের কোনটি water-gas?
কোন জলীয় দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা 1.0×10-6 মোল/লিটার হলে, উক্ত দ্রবণের pOH
কোনটি 'গ্রিন হাউস' গ্যাস নয়?
ফেলিং দ্রবণ কোন যৌগযুগলের পার্থক্যকরণে ব্যবহৃত হয়?
প্রোপিন HCl এর সাথে বিক্রিয়া করলে কোন যৌগটি উৎপন্ন হবে?
ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
বেনজিন H2SO4 এবং HNO3 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে
NH3 যৌগে নাইট্রোজেন মৌলের সংকরায়ন হলো -
0.95 atm চাপে 25°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 0.38 L হলে উক্ত তাপমাত্রায় 1 atm চাপে গ্যাসটির আয়তন কত ?