বায়ুমণ্ডলে N2 এর আংশিক চাপ কত?
সমমোলার তিনটি গ্যাসের মোল ভগ্নাংশ কত?
17°C তাপমাত্রায় ও 770 mm(Hg) চাপে পানির ওপর 600mL অক্সিজেন সংগ্রহ করা হলো। (17°C তাপমাত্রায় পানির বাষ্প চাপ 14.5mm (Hg)। STP-তে ঐ গ্যাসটির আয়তন কত?
27°C তাপমাত্রায় একটি আবদ্ধ পাত্রে একই ভরের অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস রক্ষিত আছে। হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ ও মোট চাপের ভগ্নাংশ হবে-
18°C তাপমাত্রা ও 0.8 atm চাপে কোনো গ্যাসের ঘনত্ব 2.25 g/L হলে এর আণবিক ভর কত?
দুটি- গ্যাসীয় উপাদান বিশিষ্ট সিস্টেমের মোেট চাপ 0.5 atm একটি উপাদানের মোল ভগ্নাংশ 0.2 হলে তার আংশিক চাপ কত?
1 atm চাপ এবং 25°C তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে 16g CH4 14g N2 এবং 44g CO2 আছে। কোন গ্যাসটির আংশিক চাপ সর্বনিম্ন?
নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি?
কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
একই শর্তাধীনে নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগবে?
স্থির চাপে কোন পদার্থের উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বের দিকে যাওয়াকে কী বলে?
NH3 এর ব্যাপন হার CO2 এর কত গুণ বেশি?
নিচের কোনটির ক্ষেত্রে একই তাপমাত্রা ও চাপে ব্যাপনের হার একই হয়?
নির্দিষ্ট উষ্ণতা ও চাপে H2 গ্যাসের ব্যাপন হার O2 গ্যাসের তুলনায় কত গুণ?
CH4 এর ব্যাপনের হার, X এর ব্যাপনের হারের দ্বিগুণ। X এর আণবিক ভর-
STP ও SATP এর ক্ষেত্রে-
i. তাপমাত্রার পার্থক্য 25°C
ii. STP তে মোলার আয়তন 22.4L
iii. SATP তে মোলার আয়তন 24.789 L
নিচের কোনটি সঠিক?
SATP বলতে কী বুঝায়?
i. 298 K. তাপমাত্রা
ii. 100 kPa
iii. 24.78L
STP তে 11.2 লিটার আয়তন হলো-
i. 22g CO2
ii. 16g O2
iii. 28g N2
তাপমাত্রা স্থির থাকে-
i. বয়েলের সূত্রে
ii. চার্লসের সূত্রে
iii. অ্যাভোগেড্রোর সূত্রে
তত্ত্বীয়ভাবে একটি গ্যাসের আয়তন শূন্য-
i. - 270 ডিগ্রী সেলসিয়াস
ii. - 273 ডিগ্রী সেলসিয়াস
iii. 0 কেলভিন