100 mL ডেসিমোলার HCI ও 100 mL ডেসিমোলার Na2CO3 দ্রবণের মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে?
2F তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস আয়ন চার্জমুক্ত হয়?
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কযুক্ত রেখা কোন প্রকৃতির?
আদর্শ গ্যাসের ক্ষেত্রে-
i. PV = nRT
ii. δuδvT =0
iii. STP তে মোলার আয়তন 22.414 L
কোনটি সঠিক?
27°C তাপমাত্রায় 8gm CH গ্যাসের গতিশক্তি কত জুল?
উদ্দীপকের বিক্রিয়াটির নাম—
উদ্দীপকের—
i. বিক্রিয়াটি প্রাইমারি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া
ii. ‘A’-এর নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়
iii. ‘B’-হতে ক্লোরোবেনজিন তৈরি করা যায়
কোন দ্রবণটি দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ করা যায়?
বেনজালডিহাইড যৌগে কয়টি সিগমা বন্ধন আছে?
প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা ও গ্যাসের চাপ যথাক্রমে—
50 mL দ্রবণে 4.9g H2SO4 দ্রবীভূত আছে। দ্রবণটির ঘনমাত্রা—
i. 1M
ii. 98000 ppm
iii. 9.8 × 104μg/mL
নিচের কোনটি সঠিক?
তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জমুক্ত হবে?
টাইট্রেশানে ব্যবহৃত অজানা দ্রবণকে বলা হয়-
পানিতে কোন লবণটি থাকলে অস্থায়ী খরতার সৃষ্টি হয়?
বৃষ্টির পানিতে কোন পদার্থের উপস্থিতি এসিড বৃষ্টির মূল কারণ?
আলোক সমাণুতা প্রদর্শন করে—
C(CH3)2 = C(CH3)2 + O3 →CCI4 A →△H2O, Zn
2B + ZnO উপরের বিক্রিয়ায় উৎপন্ন ‘B' -
i. 2, 4-DNPH এর সাথে হলুদ-কমলা অধঃক্ষেপ সৃষ্টি করে
ii. টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ সৃষ্টি করে
iii. ‘B’ এর ক্লিমেনসন বিজারণে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করে
উদ্দীপকের কোষটির কোষ বিভব হলো—
উদ্দীপকের বিক্রিয়ার তথ্যানুযায়ী -
i. ‘B’-পাত্রে ASO4 রাখা যাবে
ii. ‘A’-পাত্রে BSO4 রাখা যাবে
iii. ক্যাথোডে B2+ আয়ন A2+ আয়নের আগে চার্জমুক্ত হবে
STP তে 2 mol CaCO3 ও HCI এর বিক্রিয়ায় উৎপন্ন CO2 গ্যাসের আয়তন কত লিটার?