একটি শব্দের ভাষাগত জটিলতা ও দুর্বোধ্যতা দূর করার মাধ্যম কোনটি?
নঞর্থক সংজ্ঞায় সংজ্ঞেয় পদের কোনটি ব্যক্ত করা হয় না?
যে বিষয় দ্বারা একটি পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কী বলে ?
কাকে অসম্পূর্ণ প্রক্রিয়া বলা হয়?
রবি যখন কোনো বিষয় নিয়ে গবেষণা করে, তখন সে গবেষণার বিষয়ে বিভিন্ন পদের সংজ্ঞায় দুটি বিষয় অবশ্যই একই সাথে উল্লেখ করে। বিষয় দুটি কী?
'অর্থহীন চিহ্নমাত্র'- কথাটির তাৎপর্য কী?
যৌক্তিক বিভাগে যে গুণের ভিত্তিতে বিভাজন করা হয় তার নাম কী?
কী ধরনের পদের যৌক্তিক বিভাগ সম্ব?
পারস্পরাঙ্গী বিভাগ একটি-
i. ভ্রান্ত বিভাগ
ii. অনুপপত্তি
iii. নিয়মের লঙ্ঘন
নিচের কোনটি সঠিক?
বিভাগকরণ প্রক্রিয়ায় উচ্চতর জাতি বা শ্রেণি থেকে ক্রমানুসারে নিম্নতর উপজাতি বা শ্রেণির দিকে অগ্রসর হতে হয়। এর ব্যতিক্রম হলে কী হবে?
যুক্তিবিদ বেইনের মতানুযায়ী 'ইথারকে' কী বলা হয়?
যেসব জাগতিক ঘটনাবলির কারণ সম্পর্কে উপযুক্ত প্রমাণ গঠন করা যায় না, সেসব ক্ষেত্রে সাময়িকভাবে বিশেষ এক ধরনের প্রকল্প গঠন করা হয়। তাকে কী বলে?
'ধুমকেতুর উদয় রাজার মৃত্যুর কারণ'- এ প্রকল্পটি যৌক্তিক নয় কেন?
যুক্তিবিদ্যার শিক্ষক জাফর স্যার বিজ্ঞানসম্মত কল্পনার কথা বলেছেন। তিনি কী বলে থাকতে পারেন?
i. ভূপৃষ্ঠের আকর্ষণই ভারী বস্তু নিচে পড়ার কারণ
ii. নিউটন এর নাম দিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তি
iii. এই প্রকল্পটি পরবর্তীতে নিয়মের পর্যায়ে উন্নীত হয়েছে
কবির একটি ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে পারিপার্শ্বিক ঘটনাবলির সমাবেশকে কারণ হিসেবে অনুমান করেছে। কবির কোন ধরনের প্রকল্প গঠন করেছেন।
ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরীণ গোলযোগকে দায়ী করা হলে কেমন হবে?
শূন্য থেকে কী সৃষ্টি হয় না?
কোনো ঘটনা থেকে একটি অবস্থা অপসারণ করার ফলে অন্য একটি অবস্থাও অপসারিত হলে কী আছে বুঝতে হবে?
যুক্তিবিদ মিলের মতে পাঁচটি পরীক্ষাত্মক পদ্ধতির মধ্যে ক ও খ হলো মৌলিক পদ্ধতি। এখানে ক ও খ হলো-
একটি ঘটনা কীভাবে অন্য একটি ঘটনার সাথে কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ তা জানার জন্য আমাদের কী করতে হবে?