অর্থনীতি কোন ধরনের বিজ্ঞান?
অর্থনীতি ও সমাজবিজ্ঞান উভয়েরই আলোচ্য বিষয়-
i. ভূমি রাজস্ব
ii. ভূমি নীতি
iii. কর নীতি
নিচের কোনটি সঠিক?
অর্থনীতি যেমন ব্যাংক, বিমা, বাজার ইত্যাদির ওপর গুরুত্বারোপ করে তেমনি সমাজবিজ্ঞান গুরুত্বারোপ করে-
i. সামাজিক প্রথা ও আচার-অনুষ্ঠানের ওপর
ii. সরকারের বিভিন্ন বিভাগ ও অঙ্গসংস্থার ওপর
iii. সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের ওপর
সমাজের উপরিকাঠামোর অন্তর্ভুক্ত
i. ধর্ম
ii. রাষ্ট্র
iii. পরিবার
ইতিহাস আলোচনায় সামাজিক পটভূমির যোগান দেয় কোন শাস্ত্র?
কোন বিষয়কে মানবসভ্যতার বিকাশের ধারাবিবরণী বলা হয়?
ইতিহাস ও সমাজবিজ্ঞানের সম্পর্ক হচ্ছে-
ইতিহাসের আলোচনা হওয়া উচিত কোন প্রকৃতির?
কোন বিষয়টি তার উপাদানের বড় একটি অংশ ইতিহাসের ভাণ্ডার হতে সংগ্রহ করে?
স্থান-কালের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনার পর্যায়ক্রমিক পর্যালোচনা করা কোনটির উদ্দেশ্য?
ইতিহাসকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন কে?
প্রকৃতিগত দিক থেকে আধুনিক ইতিহাসকে কী বলা যায়?
ইতিহাস ও সমাজবিজ্ঞানের সম্পর্ক-
i. নির্ভরশীল
ii. তথ্যনিষ্ঠ
iii. পরিপূরক
সমাজবিজ্ঞানীরা সাধারণত-
i. একটা সাধারণীকৃত সূত্র নিয়ে কাজ করেন
ii. অনুরূপ কতকগুলো ঘটনার ফলাফল প্রেক্ষিতে সূত্র যাচাই করেন
iii. আন্তঃমানবিক সম্পর্কবিষয়ক যাবতীয় কর্মকাণ্ড বিশ্লেষণ করেন
"মনস্তাত্ত্বিক ঘটনা দ্বারা সামাজিক ঘটনার ব্যাখ্যা করা যায় না"- উক্তিটি কার?
মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কী ?
প্রকৃতিগত দিক থেকে মনোবিজ্ঞান কীরূপ শাস্ত্র?
সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি বিষয়ের ছাত্র হিসেবে ওসমান গণি মানুষের আচরণবিধি মনোযোেগ দিয়ে লক্ষ করেন। সে নিচের কোন বিষয়ে অধ্যয়ন করে?
মানুষের মানসিকতার বহিঃপ্রকাশ নিচের কোনটি?
সমাজে বসবাসকারী মানুষের মন নিয়ে আলোচনা করেন কারা?