তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব -i. হিসাব-নিকাশ সহজ করে দিয়েছে।ii. কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতন সুযোগ তৈরি করেছে।iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব করেছে।
বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক?
মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলোর-
i. মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে
ii. জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর শতকরা হার পাওয়া যাবে
iii. বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে