ছকের ‘?' চিহ্নিত স্থান কোনটি বসবে?
'Democracy is a government of the people, by the people and for the people.'- উক্তিটি কার?
প্রতিষ্ঠানের বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান কোনটি?
বর্তমানে 'ক' রাষ্ট্রে দুর্নীতি, অপরাধ ও সন্ত্রাস অনেকাংশেই কমে গেছে। সবাই সমানভাবে তাদের অধিকার ও স্বাধীনতা ভোগ করছে। 'ক' রাষ্ট্রে কী বিদ্যমান?
সুশাসন বলতে বোঝায়—
i. রাজনৈতিক স্থিতিশীলতা
ii. সরকারি সিদ্ধান্তের বৈধতা
iii. শাসক ও শাসিতের বৈধতা
নিচের কোনটি সঠিক?
সুশাসনের জন্য নাগরিকের করণীয় হলো-
i. শিক্ষিত ও সচেতন হওয়া
ii. সাম্প্রদায়িক ও সচেতন হওয়া
iii. দেশপ্রেমিক হওয়া
সুশাসন প্রতিষ্ঠায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো—
i. কল্যাণমূলক রাষ্ট্র
ii.নিরপেক্ষ সুশীল সমাজ
iii. নিরন্তর ও সমন্বিত কর্মপ্রচেষ্টা
উপরের চিত্রে '?' স্থানে কোনটি বসবে?
চিত্রে উল্লিখিত বিষয়ের ফলে -
i. নাগরিকরা পরস্পরের প্রতি সহনশীল হয়
ii. নাগরিকদের সাধারণ ইচ্ছার প্রতিফলন ঘটে
iii. প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি পায়
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার বাধা কোনটি?
সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
সুশাসন কখন বাধাগ্রস্ত হয়?
পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায় -
সুশাসনের মানদণ্ড কোনটি?
'ক' দেশ দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। 'ক' দেশের আমলাদের মধ্যে যেটির অভাব রয়েছে—
সুশাসন বাধাগ্রস্ত হয়—
যদি শুধু নামমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকে তবে কোনটি ঘটবে?
কীসের ওপর কোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে?
'ক' হলো 'খ' রাষ্ট্রের নাগরিক। এই 'খ' রাষ্ট্রে প্রত্যেক নাগরিক নিজেকে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করে। 'খ' রাষ্ট্রে বিদ্যমান রয়েছে কোনটি?
কুর্দি কী?