শূন্যস্থান পূরণ করঃ
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা (ক) ---- তোর আমের বনে (খ) ---- পাগল করে মরি হয়ে, হায় রে- ও মা (গ) --- তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।
নির্মিতব্য বহুমুখী পদ্মা সেতুর দৈর্ঘ্য (১) --- কিঃমিঃ সেতুর প্রস্থ (২)---মিটার, এবং সেতুর উচ্চতা (৩) --- মিটার।