“ধান ভানতে শিবের গীত” বাগধারাটির অর্থ অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা।
”নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি।
দাখিলা শব্দের অর্থ খাজনার রসিদ।
হিমালয় হতে সমুদ্র পর্যন্ত = আসমুদ্রহিমাচল।
“শরতের শিশির" বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।
”যাচ্ছেতাই”
= যা + ইচ্ছে + তাই
”ব্যাকরণ”
= বি + আ + √ কৃ + অন (ল্যুট্)।
”বই পড়া" প্রবন্ধটির লেখক প্রমথ চৌধুরী।
আত্মহত্যা করার এক বিশেষ পদ্ধতিকে হারিকিরি বলা হয়। শত্রুর হাত থেকে রক্ষা পেতে আবার কখনো গুরুতর অপরাধের শাস্তি স্বরূপ হারিকিরি করা হতো।
ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ ।
আমি অপমান হয়েছি।
= আমি অপমানিত হয়েছি।
মাসের শেষ দিন = সংক্রান্তি
অন্যান্য = অন্য + অন্য
বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ ৩৯টি।
কবি আল মাহমুদের লেখা কবিতা ”পাখির কাছে ফুলের কাছে”।
সংকেত ভাষার অপর নাম ইশারা ভাষা।