পরিকল্পিত বিপণি কেন্দ্রের সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. কর প্রদান
ii. অনাকাঙ্ক্ষিত ভিড়
iii. পণ্য ফেরত
নিচের কোনটি সঠিক?
বিশ্বে বিভাগীয় বিপণি কেন্দ্র হলো-
i. টোকিওর নিটসুকোনি
ii. লন্ডনের হ্যারল্ড
iii. জেদ্দার হেরডস
পণ্য ক্রয়ে সুপার মার্কেটে যে ধরনের সুবিধা পাওয়া যায় তা হলো-
i. সব ধরনের পণ্য একসাথে পাওয়া যায়
ii. দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়
iii. পণ্যের মূল্য কম থাকে
গ্রিন মার্কেটিং এ গুরুত্ব দেওয়া হচ্ছে-
i. পণ্যের উৎপাদন প্রক্রিয়ায়
ii. পণ্যের সংরক্ষণ প্রক্রিয়ায়
iii. পণ্যের ব্যবহারবিধিতে
উৎপাদন ব্যবস্থাপনার কাজ হলো-
i. ব্যয় সংকোচন করা
ii. পণ্যের মান উন্নয়ন করা
iii. পণ্য গবেষণা করা
চের কোনটি সঠিক?
সাম্প্রতিককালে পণ্যের উৎপাদকগণ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গুরুত্ব দিচ্ছে-
i. পণ্যের ডিজাইনের প্রতি
ii. বিজ্ঞাপনের প্রতি
iii. পণ্যের মানের প্রতি
যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণসংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত হলো – -
i. যন্ত্রপাতি ক্রয়করণ
ii. যন্ত্রপাতি সংরক্ষণ
iii. যন্ত্রপাতি মেরামত
গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিতে গিয়ে মি. আলম যে বিষয় বিবেচনা করলেন তা হলো-
i. উৎপাদন পদ্ধতি
ii. পণ্যের মান
iii. বিক্রয়োত্তর সেবা
বিদেশি অতিথিদের হোটেল 'সী-কুইন' পছন্দের ক্ষেত্রে যে বিষয়টি প্রভাবিত করেছে তা হলো-
i. ব্যাপক প্রমোশন
ii. কাস্টমাইজেশন
iii. সেবার উচ্চমান
শিল্পবিপ্লব যুগে উৎপাদন ব্যবস্থাপনায় যাদের অবদান রয়েছে তাঁরা হলেন-
i. জেমস স্টুয়ার্ট
ii. এডাম স্মিথ
iii. চার্লস ব্যাবেজ
উৎপাদন ব্যবস্থাপনা যে কার্য সম্পাদনের সাথে জড়িত-
i. পরিকল্পনা ও সংগঠন
ii. নির্দেশনা ও সমন্বয়
iii. নিয়ন্ত্রণ
ফারিহা ব্রেড-এর ক্রয় বিভাগ থেকে প্রাপ্ত তথ্য সহায়তা করে-
i. ক্রয় সিদ্ধান্ত গ্রহণে
ii. উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণে
iii. সরকারকে কর প্রদানে
দ্রব্য মানুষের যে সকল উপকার করে-
i. অভাব মোচন
ii. উপযোগ সৃষ্টি
iii. আর্থিক সংকট সৃষ্টি
লিভার ব্রাদার্সের অন্যতম বিভাগ হলো উৎপাদন ব্যবস্থাপনা বিভাগ। উৎপাদন ব্যবস্থাপনা কর্মকাল পরিচালিত হয় –
i. দ্রব্য উৎপাদনে
ii. সেবা উৎপাদনে
iii. পণ্যের বণ্টনে
দ্রব্যের সাধারণ বৈশিষ্ট্য হলো-
i. অদৃশ্যমান
ii. স্থানান্তরযোগ্য
iii. হস্তান্তরযোগ্য
কোনো বস্তুকে পণ্য হতে হলে তার যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তা হলো-
i. দৃশ্যমানতা
ii. অদৃশ্যমানতা
iii. উপযোগিতা
পণ্য হলো বিক্রয়যোগ্য এমন কিছু যা-
i. মানুষ অর্থ দিয়ে কিনতে পারে
ii. মানুষের অভাব পূরণ করে
iii. মানুষের সন্তুষ্টি বিধান করে
সামাজিক প্রতিষ্ঠানের আওতাভুক্ত হচ্ছে-
i. যমুনা সেতু
ii. নারী ও শিশু অধিকার সংস্থা
iii. আইন ও সালিশ কেন্দ্র