30 থেকে 40 পর্যন্ত সংখ্যা হতে যে কোন একটিকে ইচ্ছামত নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাব্যতা কত ?
প্রতিবার প্রথম এবং শেষ U রেখে CALCULUS শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে ?
বাস্তব সংখ্যায় | 3x -2| <1 অসমতাটির সমাধান -
x2+y2-5x=0 , x2 +y2+3x =0 বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব -
cotx -tanx = 2 সমীকরণের সাধারণ সমাধান -
নিচের কোন বস্তুর জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় চাপ সর্বোচ্চ হবে?
∫01cos-1xdx1-x2
"Second" শব্দটির অক্ষরগুলো থেকে 1 টি স্বরবর্ণ ও 2 টি ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত শব্দের সংখ্যা কোনটি, যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যস্থানে থাকে-
প্রত্যেকবার চারটি করে অক্ষর নিয়ে "Examination" শব্দটির অক্ষরগুলো হতে মোট কয়টি বিন্যাস গঠন করা যায়?
প্রত্যেকটি বর্ণa কেবল একবার ব্যবহার করে , b, c, d দ্বারা কতগুলো দুই বর্ণবিশিষ্ট শব্দ গঠন করা যায়?
f(x)=|2x-3| হলে, f(-2) এর মান কত?
k এর মান কত হলে, x/2 -(k+7)x+27 = 0 সমীকরণের একটি মূল অপরটির তিনগুণ হবে।
স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজিভাবে 4 মিনিটে পার হতে পারে এবং স্রোত থাকলে ঐ একটি পথে সে নদীটি 5 মিনিটে পার হতে পারে। স্রোতের গতিবেগ কত?
অসীম ধারা 0.6 + 0.06 + 0.006 +---------এর যোগফল কত?
a এর মান কত হলে (2, -1), (a + 1, a - 3) এবং (a + 2, a) বিন্দুত্রয় সমরেখ হবে?
y অক্ষের সমান্তরাল এবং 2x - 3y + 4 = 0 ও 3x = 3y - 5 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি?
একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে যদি জোড় সংখ্যা উঠে তাহলে সংখ্যাটি মৌলিক হবার সম্ভাবনা কত?
একটি ট্রেন ৪৮কি.মি. বেগে চলে ৩৬০মি. দীর্ঘ প্লাটফর্ম ১মিনিটে অতিক্রম করে।ট্রেনটির দৈর্ঘ্য কত?
১ থেকে ৪৯ ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
একটি সোনার গহনার ওজন ১৬গ্রাম।তাতে সোনার পরিমাণ : তামার পরিমান=৩:১।তাতে কি পরিমান সোনা মিশালে অনুপাত হবে ৪:১।