Test Mode
Reading
Mode
Right = 0
Wrong = 0
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
পতিত জমি আবাদের কথা বলতেন
অরণ্য ও শ্বাপদের কথা বলতেন
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা
সত্য নির্মম কিন্তু সুন্দর বলে
সত্যের রয়েছে কবিতাকে ধারণ করবার শক্তি
সত্য জীবনকে সুন্দর করে বলে
তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।
মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে।
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা ।
আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে—
যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে
আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি
আমি আমার উত্তরসূরিদের কথা বলছি
আমি কবি ও কবিতার কথা বরছি
ভালোবাসা দিলে মা মরে যায় না
আমি আমার ভালোবাসার কথা বলছি
প্রণয়িনীর প্রতি ভালোবাসা
পশুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন
অস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন
যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা
জিহ্বায় উচ্চারিত প্রতিটি যুক্ত শব্দ কবিতা
সশস্ত্র বিপ্লবীর উচ্চারিত প্রতিটি বাক্য কবিতা